অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জঙ্গি সংগঠন ‘আনসার-রাজশাহী’র ২ সদস্য গ্রেফতার

0

Rajshahi-Bagmara-Jongi-Arreরাজশাহীর বাগমারা থেকে ‘আনসার-রাজশাহী’ নামে নতুন জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার খামারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো‒রাজশাহীর বাগমারা শ্রীপুর খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম রুমি (২৩) ও আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক সবুজ (২২)।

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, নগরীর বোয়ালিয়া এলাকার আবু ইব্রাহিম ওরফে রিপন ওরফে তারেকের নেতৃত্বে ‘আনসার-রাজশাহী’ নামে নতুন জঙ্গি সংগঠন গড়ে উঠেছে। এদের মধ্যে ৬ জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বাগমারা হাসপাতালপাড়া এলাকার হোমিও চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকারকে হত্যার পরিকল্পনা করছিল। এজন্য তারা মোবাইল ফোনে ট্রিমা সফটয়্যার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করত। মোবাইলে এসএমএসের মাধ্যমে জঙ্গিদের কথোপকথনের রেকর্ডও জব্দ করেছে পুলিশ। তারা শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে প্রস্তুতি নিচ্ছিল বলেও জঙ্গিদের এসএমএসে উল্লেখ রয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।