অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেইপিজেডে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গাড়ী ভাঙচুর ও আগুন

0
.

চট্টগ্রামের কর্ণফুলি ইপিজেডের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।  সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ পুলিশ সহ অন্তত ৫/৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।  বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক গাড়ী ভাঙচুর করেছে।

ইপিজেড পুলিশ ফাাঁড়ির এসআই সাজেদ কামাল পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, দুপুরে মধ্যহ্ন বিরতির সময় কর্ণফুলি ইপিজেডের ভিতর কেনপার্ক-৫ নামক কারখানায় এক নারী শ্রমিক কারখানা থেকে রের হওয়ার সময় তার হাতে দুটি ব্যাগ দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে কেন দুটি ব্যাগ জিজ্ঞাসাবাদ করে।  নারী শ্রমিক জানায় একটা তার নিজের অন্য ব্যাগ তার বোনের।

কিন্তু আনসার সদস্যরা তার কথা বিশ্বাস না করে ব্যাগ তল্লাশী এবং তাকে মারধর করে লাঞ্চিত করে।  এ ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কারখানা ভীতরে স্টাফদের মার ধর এবং গাড়ি ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানায় সংঘর্ষের কারণে ইপিজেড থেকে কাটগড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা নারীকেল তলা এলাকায় দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পরে শিল্প পুলিশ ও ইপিজেড থানা পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল মারতে থাকে। এবং দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যায় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও ফাঁকা গুলি চালায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিইপিজেডে উত্তেজনা বিরাজ করছিল।