অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৬১ জন আটক, ১৫ ভিকটিম উদ্ধার, ৭৪৮টি গাড়ির বিরুদ্ধে মামলা

0

BP1-N1-2015-10-03চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা এবং গাঁজা এবং বিপুল পরিমাণ জালনোট ও ককটেল। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৭৪৮টি গাড়ির মালিক-চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,পুলিশের চলমান অভিযানে ২৪ ঘন্টায় চকবাজার থানা পুলিশ ৩৪ হাজার টাকার জালনোট, ডবলমুরিং থানা পুলিশ চারটি ককটেল, একটি চাপাতি, চারটি মোবাইল, একটি প্রাইভেট কার উদ্ধার করে। অন্যদিকে সবমিলিয়ে ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে নগর পুলিশ ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ১৫ জন ভিকটিমকে উদ্ধার করে।

এদিকে নগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় ৭৪৮টি মামলা করেছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২১২টি। পাশাপাশি একই সময়ে কাগজপত্র বিহীন ৩৮টি গাড়ি আটক করা হয়।