অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্থায়ী কমিটির পর ২০দলীয় জোটের বৈঠকে বিএনপি

0
.

নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি চূড়ান্ত করতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ করেছে বিএনপি। এখন  ২৩ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেছে দলটি। িআজ শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বৈঠকে উপস্থিত আছেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, ২৩ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহম্মদ ওয়াক্কাস, মহাসচিব নূর হোসাইন কাসেমী, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।