অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শিশু নির্যাতন, ক্রিকেটার শাহাদাত ও স্ত্রী’র সাক্ষ্যগ্রহণ শুরু

0
Shahadat1443930860
স্ত্রী’র সাথে ক্রিকেটার শাহাদাত। ইনসেটে নির্যাতনের শিকার শিশুমাহফুজা আক্তার হ্যাপী।

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার আদালতে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।

তার জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম।

531_85935
গ্রেফতারের সময় ক্রিকেটার শাহাদাত। ফাইল ছবি।

এদিন ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাত আদালতে উপস্থিত হন।

২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান মারধর করে তার পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন। সে যেন বাসা থেকে পালাতে না পারে, সে জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। শাহাদাতকে তিনদিনের রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেন তিনি।