অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

0
.

চট্টগ্রামে যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে প্রতারক ইমরান হোসেন ওরফে রবিন এবং আয়াজ সিদ্দিকী ওরফে সামীর।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগরে প্রতারক ইমরান হোসেন ওরফে রবিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

.

মঙ্গলবার মধ্যরাতে এ বাসায় অভিযান চালায় চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যমুনা টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে কোতোয়ালী থানায় চাঁদাবাজি করতে গেলে আয়াজ সিদ্দিকী ওরফে সামীরকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে শহীদননগরের বাসা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী ইমরান হোসেন ওরফে রবিনকে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতার দুজনেই দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িত বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠিয়েছে পুলিশ।