অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডা. শাহাদাতের পক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ

0
.

জাতীয় একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার আসনের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ (১৮ নভেম্বর) রবিবার, দুপুরে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।

মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক এ এম নাজিম উদ্দিন, সুপ্রীমকোর্ট বার সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি হাজী মো. আলী, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা জাহাঙ্গির আলম, অধ্যাপক নসরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর ইয়ছিন চৌধুরী আশু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চকবাজার থানা সভাপতি সাইফুর রহমান বাবুল, সহসম্পাদকবৃন্দ আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, মো. শাহাজাহন, ডা. শাকির রশিদ, এডভোকেট তৌহিদুর রহমান তুহিন, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, ড্যাব নেতা ডা: ঈসা চৌধুরী, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর ছাত্রদল নেতা জসিম চৌধুরী, তাঁতি দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, বিএনপি নেতা কাউন্সিলর ইসমাইল বালি, এস এম মফিজ উল্লাহ, মনজুর আলম মনজু, মো: সালাহ উদ্দিন, জামাল আহমদ, তৌহিদুস সালাম নিশাত, হাজী আক্তার হোসেন, এড. আবদুল মান্নান, এ্যাড. আলাউদ্দিন, খায়রুজ্জামান জুনু, সৈয়দ তানভীর হায়দার, এ্যড. আনোয়ার হোসেন, এ্যাড. মো: ইকবাল, হাসান ওসমান, রিয়াদ খাঁন, শেখ নওশাদ, দিদারুল আলম, এস এ এফ রূমি, মো: আবু সহ বিএনপি,যুবদল ও ছাত্রদল এর অসংখ্য নেতৃবৃন্দ।