অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলী সম্পাদক ও জামায়াত নেতা আফসার উদ্দিন গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর চকবাজার কেয়ারী ইলিমিয়ামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার ইয়াকুব আলী মনি বলেন, সন্ধ্যা ছয়টার পর সাদা পোশাকে পুলিশের একটি দল সম্পাদকের বাসায় হানা দিয়ে তাঁকে আটক করে নিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফসার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত জামায়াত সমর্থিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক হিসেবে ১৯৯৫ সাল থেকেই দায়িত্ব পালন করে আসছেন। বিগত ক’বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি জামায়াতের হয়ে মেয়র পদে দাঁড়িয়েও পরে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এরআগে ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সংসদীয় আসন-৯ (কোতোয়ালী) থেকে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেন।