অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে সাড়া ফেলেছে ধান কাটায় “রিপার মেশিন” (ভিডিও)

0
.

আমন ধান ঘরে তোলার সময় এখন। ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের কাজে পুরোদমে ব্যস্ত কৃষক-কৃষাণী। এর মাঝে ধান কাটায় স্বস্তি এনে দিয়েছে আধুনিক রিপার মেশিন। চট্টগ্রামের বোয়ালখালীতে ধান কাটায় এবার সাড়া ফেলেছে এ মেশিন। সময় ও মজুরি কম লাগায় এ মেশিনের প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ কৃষকের।

আমুচিয়া ইউনিয়নের কৃষক হাফিজুর রহমান বলেন, এ রিপার মেশিনে ঘণ্টায় ৪০শতক জমির ধান কাটা যাচ্ছে। এতে সময়ের পাশাপাশি মজুরিও লাগছে কম। ফলে চাষের ব্যয় অনেকটা কমে এসেছে এ মেশিন ব্যবহারে।

.

উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ জানান, প্রাথমিক পর্যায়ে ভুর্তুকি মূল্যে বোয়ালখালীতে ৩টি রিপার মেশিন প্রদানের মাধ্যমে সরকার কৃষি কাজকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। এ মেশিন ব্যবহারের ফলে কৃষকের ধান কাটার খরচ অনেকাংশে কমে গেছে। এবার বোয়ালখালীতে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৩হাজার ৮শত হেক্টর, অর্জিত হয়েছে ৪হাজার ৪শত ৫০ হেক্টর। ফলন বাম্পার হয়েছে বলে জানান তিনি।

কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী বলেন, আধুনিক ধান কাটার রিপার মেশিন এলাকার কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্পমূল্যে ও কম সময়ের মধ্যে ধান কাটা সম্ভব হচ্ছে। এতে ধানের ঝরে পড়া ও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

https://www.youtube.com/watch?v=nSlYblWrcFU

 

গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় প্রাথমিক পর্যায়ে আমুচিয়ায় কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, খরণদ্বীপে মনসুর আহমেদ ও সারোয়াতলীতে মো. ইউছুপকে আধুনিক ধান কাটার মেশিন রিপার প্রদান করেন। এ মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী ও কৃষিবিদ মো. আতিক উল্লাহ।