অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় গিয়াস কাদের কারাগারে

0
.

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ নবেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জামিনে গিয়ে পলাতক ছিলেন।  আজ আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গতঃ গত ২৯মে রমজান মাসে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পরদিন ৩০ মে ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

মামলায় আরও গিয়াস কাদের ছাড়াও অজ্ঞাতনামা আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়।

এতে অভিযোগ আনা হয় গিয়াস কাদের তার বক্তব্যে বলেন-“শেখ মুজিবের মৃত্যুর পর ইন্নালিল্লাহ পড়ার লোক ছিলনা। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অবস্থার তার ছেয়েও ভয়াবহ হবে। ক্রস ফায়ারের নামে এত মানুষ হত্যার দায় আপনাকে নিতে হবে।”

*ফটিকছড়িতে গিয়াস কাদেরসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা