অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির দু’দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন

1
pic cpb 2
সম্মেলনের উদ্বোধন করছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড সুনীল চক্রবর্তী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কমিউনিস্ট পার্টির দু’দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনকরা হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪টায় বোয়ারখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উদ্বোধনী সমাবেশে জঙ্গীবাদ, ফ্যাসিবাদ ও লুটপাটতন্তের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বলয় গড়ে তোলার আহবান জানান বক্তারা।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড সুনীল চক্রবর্তী।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা ও সদস্য কমরেড রবিউল হোসেন রবি।

সম্মেলন প্রস্তুতি পরিষদ চেয়ারম্যান কমরেড মোহাম্মদ আলী সভাপতিত্বে ও কমরেড ডা.অসীম কুমার চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম আজাদ, শুভচ্ছা বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছৈয়দুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম।

cpb pic
বোয়ালখালী কমিউনিস্ট পার্টির দুদিন ব্যাপী সম্মেলনে কালুরঘাটে সেতু, সড়কের উন্নয়ন, নদী-খালের ভাঙ্গন থেকে কৃষক ও কৃষি জমি রক্ষার দাবিতে লাল পতাকার গণমিছিল।

বক্তব্য দেন পার্টির উপজেলা কমিটির সভাপতি কমরেড কানাই দাশ,সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, কৃষকনেতা আবদুল নবী, আলমগীর সওদাগর, মুক্তিযোদ্ধা অমল নাথ, শিক্ষক নেতা আমীর হোসেন, শওকত আলী, শ্যামল দে, শহীদুল ইসলাম, ছাত্রনেতা সুকান্ত শীল, রাশিদুল সামির ও যুবনেতা অনুপম বড়ুয়া পারু।

উদ্বোধনী সমাবেশ শেষে কালুরঘাটে সেতু, সড়কের উন্নয়ন, নদী-খালের ভাঙ্গন থেকে কৃষক ও কৃষি জমি রক্ষার দাবিতে লাল পতাকার গণমিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী বোয়ালখালী কমিটি।

আগামীকাল ১৯ আগস্ট শুক্রবার সকালে পার্টি কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে কংগ্রেসের দলিল উত্থাপন ও আলোচনা, সম্পাদকীয় প্রতিবেদন পেশ ও আলোচনা অনুষ্ঠিত হবে।

বিকেলে নির্বাচনী অধিবেশন, শপথ গ্রহণ ও আর্ন্তজাতিকের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।

১ টি মন্তব্য
  1. Araf Ahmed বলেছেন

    প্লিজ ২ টা মিনিট খরচ করে
    পুরটা পড়ে যান।
    মেয়েদের বুকে নাই ওড়না, পাহাড়-পর্বত সব
    দেখিয়ে চলে, শর্ট জিন্স , টাইট গেঞ্জি ,
    রানের উপর আঁকানো উল্কি , নাভিতে
    লাগানো রিং.. কেও খারাপ কিছু ভাববে
    না এসব আজকাল স্টাইল .
    ছেলেদের চুল বড় , কানে দুল, জুতা হিল ,
    পাছার নিচে প্যান্ট , কোমর বাকিয়ে হাঁটা…
    হেই কেও খারাপ কিছু ভাববে না এসব
    আজকাল স্টাইল .
    স্টেডিয়ামে ১৮বছরের তরুনী হতে শুরু করে
    ৪০বছরের মহিলার হাতে Marry me Shakib ,
    Tamim, Mushfiq..হেই গাইজ কেও খারাপ কিছু
    ভাববে না ! এসব আজ কাল স্টাইল …. .
    সুন্দরী প্রতিযোগিতা নামের বিভিন্ন
    অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সামনে
    নিজের ফিগার , হাটার স্টাইল, সেক্সি ভাব
    দেখিয়ে নিজেকে সুন্দরী প্রমাণ করতে
    হয়..আর মেয়ের এই প্রমাণ দেখে মেয়ের
    বাবা মা ভাইও হাত তালি দেয়,, কেও খারাপ
    কিছু ভাববে না এসব আজ কাল স্টাইল.
    নিয়মিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিবর্তন ,
    লিটনের ফ্ল্যাটে ডেটিং ,,পার্কে গাছের
    আড়ালে হাতাহাতি , চুমা চুমি…. কেও
    খারাপ কিছু ভাববে না এসব আজ কাল
    স্টাইল.
    মেয়েদের স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে
    থাকা , মেয়েদের সামনে সিগারেট খাওয়া ,
    ইভটিজিং করা ,গান গাওয়া অথচ নিজেরও
    যে বোন আছে, সেটা ভুলে যাওয়া । কেও
    খারাপ কিছু ভাববে না এসব আজ কাল স্টাইল
    স্টাইলের নামে অশ্লীলতা সমাজটাকে গ্রাস
    করে ফেলছে কিন্তু আমার মত. কিছু ছেলে-মেয়ে এখনো
    সমাজে আছে,, যারা হয়ত স্টাইলের নামে এই
    অশ্লীলতাকে ঘৃণা করে,, আর তারাই পরিচিত
    হয় ক্ষেত নামে । তবে স্টাইলিস্ট সকল ভাই
    এবং আপুদের জন্য বলে রাখতে চাই যে
    আমাদের মত এই ক্ষেতেই চাষাবাদ করা হয়
    মনুষত্যের বীজ। পারলে অ্যাড করেন। আর ও ভালো কিছু দেখতে পারবেন।। ধন্যবাদ