অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জামায়াতে মুক্তিযোদ্ধাও আছে : বিএনপি

0
.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন, কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হবে না।’ ‘জামায়াতে তো মুক্তিযোদ্ধাও আছে,’— যোগ করেন নজরুল ইসলাম খান।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে সবাই অংশ নেয় না। দলের কেউ কেউ অন্যের নির্বাচনি কাজ করে থাকেন। সুতরাং আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম‍ হোসেন আলাল ও হাবীব-উন-নবী খান সোহেলের নির্বাচন না করার সিদ্ধান্তকে আপনারা রাজনৈতিক কৌশল হিসেবে নিতে পারেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক বেলাল আহমেদসহ প্রমুখ।