অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আ.লীগ নেতারা জড়িত: ফখরুল

6
fokrul_33463
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নয়, সঠিক তদন্ত হলে দেখা যাবে আওয়ামী লীগের নেতারাই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুল পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নয়, আওয়ামী লীগের নেতারাই জড়িত। কারণ ওই সময় আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। সঠিক তদন্ত হলে তা বেরিয়ে আসবে।

ফখরুল বলেন, দেশ গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। জঙ্গিবাদের ভয়াবহ দানব রাষ্ট্রকে গ্রাস করতে চলেছে। অথচ সরকার সেদিকে নজর না দিয়ে ভিন্নমত দমনে ব্যস্ত রয়েছে। তাই প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। তারা এই ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়।

মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে দলের গঠনতন্ত্রের বেশ কিছু সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। এগুলো গঠনতন্ত্রে যোগ হবে।

কমিটি নিয়ে সৃষ্ট অসন্তোষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বড় দল, সেজন্য কমিটি নিয়ে ক্ষোভ থাকতেই পারে। তবে কমিটিতে রদবদল হবে কি না-তা এখনই বলা যাচ্ছে না। দলে এক নেতার এক পদ বাস্তবায়ন করা হবে। তখন বেশ কিছু পদ শূন্য হবে। ওই সব পদে নতুনদের আনা হবে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, সাধারণ সম্পাদক মীল সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামন বাচ্চু, কেন্দ্রীয় নেতা তালুকদার অমিত হাসান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

৬ মন্তব্য
  1. Jahangir Alam বলেছেন

    বঙ্গবন্ধু হত্যায় কে জড়িত সেটা তো সব্বোর্চ আদালত ফায়সালা করে দিয়েছে।হেই মিয়া পাগলামী করে কা!!!??

    1. Saiful Islam Shilpi বলেছেন

      অবৈধ সরকারের আদালতের সর্বে্বাচ্চ আদালতের রায়..!!! আপনি কি মনে করেন এ সরকার আমলে আদালতের রায় সচ্চতার মধ্যে হয়..?

    2. Jahangir Alam বলেছেন

      আপনার-আমার নেতারা ঘরে বসে ফেসবুকে ছবি দেয়া আর সমালোচনা করা ছাড়া কোনে কাজ তো করতে পারে না।
      ঐক্যজোটের ৫ বছরে কেন সুবিচার পেল না তাঁরা!!??

    3. Saiful Islam Shilpi বলেছেন

      সেটাতো অন্য কথা,, যেমন কর্ম তেমন ফল..আর কি..

    4. Jahangir Alam বলেছেন

      এদেশ মালেশিয়া হবে,আর তেনারা পদ বিক্রিতে রুটি-রুজি যোগাড় করুক!

  2. Md Tanvir বলেছেন

    Atato 100% sotti kata