অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কলকাতায় অল্পের জন্য রক্ষা পেল ঢাকার ইউএস বাংলার একটি বিমান

0
.

কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের ইউএস বাংলার একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি ঢাকা থেকে কলকাতায় আসছিল।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় বিমানবন্দরে নামার সময় পাখির সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজের পাইলট দক্ষতার সঙ্গে সেটিকে অবতরণ করাতে সক্ষম হন।
বিমানটিতে ১৬২ জন যাত্রী এবং ৭জন বিমানকর্মী ছিলেন। উড়োজাহাজটি থামার পর সেখানে ছুটে যান বিমানবন্দরের কর্মী এবং আধিকারিকরা। যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপদে বের করে আনা হয়। যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

টারম্যাকেই দাঁড় করিয়ে রাখা উড়োজাহাজটিকে ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর ফিরতি উড়ানের সবুজ সঙ্কেত দেন। এরপরেই উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরে গিয়েছে।