অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২১শে আগ‌স্টের ঘটনা জা‌তির জন্য এক‌টি কলঙ্কময় দিন-মির্জা ফখরুল

0
faqrul_2_183400
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২১শে আগ‌স্টের হত্যাকাণ্ডের ঘটনা জা‌তির জন্য এক‌টি কলঙ্কময় দিন ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তি‌নি ব‌লেন, এ‌দিন এক‌টি দ‌লের ২২ জন নেতাকর্মী নিহত হ‌য়ে‌ছেন। এ‌টি এক‌টি বর্বরতম হত্যাকাণ্ড। আ‌মি তা‌দের আত্মার প্র‌তি সমা‌বেদনা ও মাগ‌ফিরাত কামনা কর‌ছি।

‌রোববার দুপু‌রে রাজধানীর সেগুন বা‌গিচায় ঢাকা রি‌পোর্টাস ইউ‌নি‌টির সাগর রুনী মিলনায়ত‌নে বাংলা‌দেশ ন্যাপ আ‌য়ো‌জিত স্মরণ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। বাংলা‌দেশ ন্যা‌পের সা‌বেক চেয়ারম্যান শ‌ফিকুল গা‌নি স্বপ‌নের ৭ম মৃত্যু বা‌ষির্কী উপল‌ক্ষে এ স্মরণ সভার আ‌য়োজন করা হয়।

মিজা ফখরুল ব‌লেন, কোন গণতা‌ন্ত্রিক সরকার থাক‌লে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হত না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর‌লে সুন্দরবন ধ্বংস হ‌লে বিদ্যুৎ দি‌য়ে কি কর‌বো।

‌তি‌নি ব‌লেন, বাংলা‌দেশের মানুষ‌কে জ‌ঙ্গিবাদী রা‌ষ্ট্রে প‌রিনত করার চেষ্টা চল‌ছে। দেশ‌কে ব্যর্থ রাষ্ট্র বানা‌নোর ষড়যন্ত্র চল‌ছে। এ প‌রি‌স্থি‌তি‌তে বিএন‌পি চেয়ারপারসন‌ বেগম খা‌লেদা জিয়া জাতীয় ঐক্যর ডাক দি‌য়েছেন। উগ্রবাদ জ‌ঙ্গিবাদ প্র‌তি‌রো‌ধের জন্য। এটা কোন নির্বাচনী বা সরকার গঠ‌নের ঐক্য নয়। কিন্তু এক‌টি মহল এ ঐক্য নি‌য়ে বিভ্রান্তি মূলক বক্তব্য দি‌চ্ছে। অল্প ক‌য়েক দি‌নের ম‌ধ্য জাতীয় ঐক্য গঠন সম্ভব হ‌বে।

বাংলা‌দেশ ন্যা‌পের চেয়ারম্যান জে‌বেল রহমান গানীর সভাপ‌তি‌ত্বে আ‌রো বক্তব্য রা‌খেন, কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরা‌হিম বীর প্র‌তীক, জাগপার সভাপ‌তি শ‌ফিউল আলম প্রধান, জাতীয় পা‌র্টির মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার, এন‌ডি‌পির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।