অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ধানের শীষের প্রচারণাকালে দুর্বৃত্তদের হামলা আহত ২

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ধানের শীষের মাইকিং করার সময় হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, সোমবার বিকালে উপজেলার ফৌজদারহাটস্থ আবদুল্লাহ ঘাটা এলাকায় এবং বড়কুমিরা এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মাইকিং করার সময় প্রতিপক্ষের হামলায় মোঃ তারেক (২১) ও মো জাহেদ (২০) নামে দুইজন আহত হয়েছে।

বিকালে বড় কুমিরা এলাকায় মাইকিং করার সময় হামলা করে দুইটি মাইক ভাংচুর করেছে এবং ব্যাটারী ও মাইকের মেশিন নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে এ ঘটনায় বিএনপি’র প্রার্থী আলহাজ্ব ইসহাক কাদের চৌধুরী আওয়ামীলীগকে দায়ী করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা মাইকিং করার সময় ৫০/৬০ একত্রে এসে কুমিরায় মাইক ভাংচুর ও ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাটা এলাকায় আমার দুইজন কর্মীকে মারধর করেছে। তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। ভোটের বাকি আর কয়েকদিন এখনও আমরা প্রচারে নামতে পাচ্ছি না, সেনাবাহিনী নামার পরও আমরা নিরাপত্তাহীনতায় আছি।

যখনই গণসংযোগে নামি তখনই পুলিশ ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা এসে হাজির। নির্বাচনে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।