অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্বাচনী পরিবেশে বাদল সন্তুষ্ট, সুফিয়ানের সংশয়

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় একাদশ সংসদ নির্বাচন। চট্টগ্রাম ৮ আসনের ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে এবারের ভোট উৎসবে কোনো ধরণের সহিংসতা চান না তারা।

এ আসনের ১৭৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৮৩১৪৫ জন ভোটার। এর মধ্যে বোয়ালখালী উপজেলা অংশের ৬৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৬৪১৩১জন ভোটার।

পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দাবি পূরণের জন্য সংসদে পাঠানোর অপেক্ষায় রয়েছেন ভোটাররা। চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯জন প্রার্থী।

সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন জানান, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার রয়েছে।

সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে বলে দাবি মহাজোটে প্রার্থী মঈন উদ্দিন খান বাদলের। তিনি বলেন, ‘ভোটাররা নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।’

তবে নির্বাচনী পরিবেশ এখানো সুষ্ঠু নয় বলে জানিয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, ‘ধানের শীষের পোষ্টার ব্যানার ছিঁড়ে ফেলছে, নেতা কর্মীদের ওপর মামলা-হামলা, আটক, গ্রেফতারসহ পুলিশি দমন পীড়ন চলছেই।’

আগামী ৩০ ডিসেম্বর ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে আবু সুফিয়ান জানান, ‘ভোটারদের ওপর আস্থা রয়েছে, পরিস্থিতি যাই হোক নির্বাচনী মাঠ ছাড়বো না।’

এ আসনের ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মনোনীত প্রার্থী লায়ন বাপন দাশগুপ্ত জানান, নির্বাচনী সুন্দর পরিবেশ বিরাজ করছে। তবে কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী সেহাব উদ্দিন সাইফু বলেন, নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত ভালো রয়েছে।