অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান সিএমপি কমিশনারের

0
.

কোন প্রকাশ শঙ্কিত না হয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

তিনি আজ শনিবার সিএমপি হেডকোয়ার্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলন এ আহবান জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ৫৯৭টি কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটিতে কমপক্ষে ৫ জন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৭ জন অস্ত্রধারী পুলিশ থাকবে ।

সিএমপি কমিশনার আরো বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের সাড়ে ৬ হাজার সদস্য মাঠে থাকবে। এছাড়াও যেকোন মুহূর্তের জন্য প্রস্তুত থাকবে আরো ৫ শতাধিক পুলিশ সদস্য।

নগরীর প্রতিটি থানায় সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে পুলিশের দুটি টহল গাড়ি ও ডিবি পুলিশের একটি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশের কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।