অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোম্পানীগঞ্জে নতুন বইয়ের উল্লাসে বই উৎসব

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বইয়ের মাতোয়ারা ঘ্রাণে ছাত্রছাত্রীরা উল্লাসে বই উৎসবে মিলিত হয়েছে।

এ উৎসবে অংশ গ্রহণ করেন,উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রী ও উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি মাদ্রাসার প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী।

আজ (১ জানুয়ারি) মঙ্গলবার উপজেলার বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে তুলে দিয়ে উপজেলায় বই উৎসব উদ্ভোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সল আহমদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ কামাল পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শরীফ, সাংবাদিক এ এইচ এম মান্নান মুন্না, গিয়াস উদ্দিন রনি প্রমূখ।
এ সময় ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।