অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নতুন মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত

0
পরিবহন পুড়ে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছে নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা।

এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। এদিকে শপথ নিতে যাওয়া নতুন মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। পরিবহন পুলে গাড়িগুলো শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ শেষ করা হয়েছে।  টয়োটা হাইব্রিড গাড়িগুলো বঙ্গভবনে যাওয়ার জন্য বরাদ্দ থাকবে।

সেগুলোতে জাতীয় পতাকার স্ট্যান্ডও যুক্ত করা হয়েছে। আরো পড়ুন: মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, বাদ পড়েছেন ৩৬ জন রবিবার জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ জানান, মন্ত্রীদের জন্য যথেষ্ট গাড়ি প্রস্তুত রাখা আছে। চালকও প্রস্তুত আছে। মন্ত্রীদের ঠিকানা পেলেই গাড়ি পৌঁছে যাবে।