অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“মা কে বাঁচাবোই”

1
Sopnil Shwapon
স্বপ্নীল স্বপন

স্বপ্নীল স্বপনঃ দুটি পা নেই ২৭ বছরের যুবক আনোয়ার হোসেনের । খুব ছোট থাকতেই হারিয়েছেন বাবাকে । মা-ই ছিলেন পরিবারের সব । মায়ের পিঠে চড়ে স্কুল , কলেজ লেখাপড়া । থেমে নেই জীবন যুদ্ধ । শিখেছেন আর্ট । প্রতিষ্ঠা করেছেন ক্যানভার্স আর্ট নামে একটি স্কুল । অল্প কিছুদিন হল বাংলাদেশ রেলওয়েতে একটা চাকুরিও হয়েছে । ভালোতে চলছিল পরিবারটা , মায়ের দীর্ঘদিনের কষ্টের সংসারে একটু সুখের দেখা মিললেও এক হতাশায় জীবন পার হচ্ছে পুরো পরিবারের । মরনব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে স্বপন এর মায়ের শরিরে । ডাক্তার বলছেন স্তন ক্যানসার হয়েছে , দ্রুত ভারতে নিয়ে যেতে হবে । এতোদিন যে ছেলেটি মনোবল হারাননি , কারো দ্বারে দ্বারে ঘুরেননি , নিজ পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে নিয়ে ছুটে চলেছেন সে ছেলেটি আজ ডাক্তারের কথাতে অনেকগুলো স্বপ্ন , একটি আশার বুকে করুন হতাশায় পার করছেন জীবনের প্রতিটি ঘন্টা । সহযোগিতা চেয়েছেন আমাদের সকলের । সকলের সর্বাত্বক সহযোগিতায় বেঁচে যাবেন আমাদের মা । মা-কে বাঁচাবোই ।

যোগাযোগঃ আনোয়ার হোসেন ০১৯১৪-৩১১০৫২

মা আমেনা বেগম (৪৫) (বাঁয়ে) এবং ব্যাবস্থাপত্র (ডানে)
মা আমেনা বেগম (৪৫) (বাঁয়ে) এবং ব্যাবস্থাপত্র (ডানে)

ফেইসবুকের পোষ্টটি নিচে সংযুক্ত করে দেয়া হলোঃ

দুটি পা নেই ২৭ বছরের যুবক আনোয়ার হোসেন স্বপনের । খুব ছোট থাকতেই হারিয়েছেন বাবাকে । মা-ই ছিলেন পরিবারের সব । মায়ের পিঠে চ…

Posted by স্বপ্নীল স্বপন on Sunday, 21 August 2016

১ টি মন্তব্য
  1. স্বপ্নীল স্বপন বলেছেন

    অসংখ্য ধন্যবাদ পাঠক নিউজকে । মা-কে বাঁচাতে পাঠক নিউজের সর্বাত্বক সহযোগিতা আশা করছি ।