অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শিক্ষক হত্যায় এক আসামীর আদালতে স্বীকারোক্তি

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষক ইমরান হত্যার এক আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাড়বকুণ্ড থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত রিফাত ইমরান হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শনিবার। রিফাত আদালতে বলেন, পূর্বশত্রুতার জেরধরে শিক্ষক ইমরানকে হত্যা করে।

এব্যাপারে নিহত শিক্ষক ইমরানের ভাই ফরহাদ সাংবাদিকদের বলেন, আসামী রিফাতের আদালতে দেয়া জবানবন্দি সঠিক নয়। আমাদের সাথে কোন পূর্বশত্রুতা ছিল না। তারা ডাকাতি করতে এসেই আমার ভাইকে খুন করেছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল হালিম বলেন, আসামী রিফাত মাদকাসক্ত, ডাকাতি করতে গিয়ে বাঁধা পেয়ে মাদ্রাসা শিক্ষক ইমরান হোসেন রিয়াদ খুন হন।

উল্লেখ যে, গত ৮ জানুয়ারী সকালে উপজেলার বাড়বকুণ্ড প্রাইমারী স্কুলের পাশে পরিত্যক্ত রেলওয়ে কলোনীর ভাড়া বাসায় মাদকসেবীরা সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার শিক্ষক ইমরান হোসেন রিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করে।