অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে গৃহস্থকে চোরের হুমকি!

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে এক বসতঘরে চুরি করে ক্ষান্ত হয়নি চোরের দল। গৃহস্থের চুরি যাওয়া মোবাইল থেকে আত্মীয় স্বজনদের হুমকি দিচ্ছে চোরেরদল।

গতকাল শনিবার (১২ জানুয়ারী) উপজেলার পশ্চিম সারোয়াতলীর খন্দকার পাড়ার মাওলানা মো. সৈয়দ হাসানের বসতঘরে চুরির ঘটনা ঘটে। চোরের উল্টো হুমকি পেয়ে রবিবার বিকেলে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহস্থ মো. সৈয়দ হাসান।

সৈয়দ হাসান উপজেলা সদরের একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, শনিবার বিকেলে চোরের দল ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। টেবিলে ওপর থাকা চাবি দিয়ে আলমিরা খুলে দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৫হাজার টাকা ও ঘরের ব্যবহৃত একটি স্যামসাং মোবাইল সেট নিয়ে যায়। এ সময় তার স্ত্রী সৈয়দা শাহেদা ইসলাম ঘরের সামনের আঙিনায় বসে রোদ পোহাছিলেন।

হাসান বলেন, ‘চুরি যাওয়া ঘরের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে আত্মীয় স্বজনদের ফোন করে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মানিক ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।