অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগুনে পুড়ছে ভিক্টোরিয়া জুট মিলের বিভিন্ন গোডাউন (ভিডিও)

1
.

চট্টগ্রাম মহানগরীর একে খাঁন এলাকায় ভিক্টোরিয়া জুট মিলের ভেতরে আগুন লেগেছে। আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বায়োজিদ, বন্দন নন্দনকানসহ কিবভিন্ন স্টেশন থেকে ৬টি ইউনিটের ১৩ টি গাড়ি আগুন নির্বাপণের কাজ করছে।

.

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন আগুন লাগার বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করে বলেন, আমাদের ১৩টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

স্থানীয়রা জানান, ইস্পাহানী লিমিটেডের মালিকানাধীন বিশাল এ প্রতিষ্ঠানে মোট ৮টি গোডাউনে আগুন লাগে।

.

এখানে ইউনিলিভারের কেমিক্যাল, এসএম এন্টারপ্রাইজ, একটি চাউলের গোডাউন, তুলার গোডাউন এবং আরএফএল নামে একটি প্রতিষ্ঠানের প্লাস্টিকের উৎপাদিত চেয়ার টেবিলসহ বিভিন্ন মজুদ রাখা পণ্য ইতোমধ্যে সম্পূর্ণ পুড়ে গেছে।

আরএফএল’র একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুনে তাদের আনুমানিক ১৫ থেকে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

.

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৈদুত্যিক শর্ট সার্কিট এ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

জানাগেছে দীর্ঘদিন বন্ধ থাকা ভিক্টোরিয়া জুট মিলের বেশ কয়েকটি গোডাউন বেসরকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামালের গোডাউন হিসেবে ব্যবহার হয়ে আসছে।

আগুনের ভিডিও-