অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে মুকুলের নতুন তিন উপন্যাস

0
.

অমর একুশে বইমেলা-২০১৯ এত আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের তিনটি নতুন বই। এর মধ্যে উপন্যাস অমাবস্যায় কালো চাঁদ’’ ও সায়েন্স ফ্যান্টাসি বোবা’’ প্রকাশ করছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ।

এছাড়া কিশোর সায়েন্স ফ্যান্টাসি মৃত্যুপুরী টাইটান’’ প্রকাশ করছে শিশু কিশোরদের প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই।

ব্যতিক্রমী উপন্যাস অমাবস্যায় কালো চাঁদ’’ জীবনযুদ্ধে দুই মেরুতে ছিটকে পড়া দুই বন্ধুর একে অন্যকে দিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টার বিষয়কে উপজীব্য করে লেখা। তথ্যপ্রযুক্তির এই যুগেও লেখক তার উপন্যাসটিতে কাহিনীর প্রয়োজনে সঅনেকগুলো চিঠির স্থান দিয়েছেন। জীবনযুদ্ধে পরাজিত কিন্তু মানসিকভাবে সুখী এক বন্ধু অঢেল বিত্তবৈভবের মধ্যেও অসুখী বন্ধুর কাছে একের পর এক চিঠিতে বর্ণনা করে গেছেন তার জীবনের ঘটনাপুঞ্জী।

এছাড়া লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী বোবা’’ আসন্ন সময়গুলোতে টেনে নিয়ে যাবে মানুষকে। যখন পৃথিবীর গ-ির বাইরেও গ্যালাক্সিজুড়ে বিচরণ করবে মানুষ। যে মানুষরা কথা বলার শক্তি হারিয়ে ফেলবে টকটোপ্যাথির প্রভাবে।

এবারের বইমেলায় লেখকের কিশোর সায়েন্স ফ্যান্টাসি মৃত্যুপুরী টাইটান’’ একটি টান টান উত্তেজনার উপন্যাস। কিশোররা এই উপন্যাসে একই সঙ্গে রহস্য, অ্যাডভেঞ্চার ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্বাদ পাবে।

অমাবস্যায় কালো চাঁদ ও বোবা বই দুটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মৃত্যুপুরী টাইটানের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।

গদ্য এবং কবিতা দু’মাধ্যমে বিচরণ হলেও রকিবুল ইসলাম মুকুল কথাসাহিত্যে মানব জীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। তিনি মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তার সাহিত্যকে গতিময় করেন। তাঁর উপন্যাসে বাস্তবতা এবং মানুষের স্বপ্নময় নিজস্ব ভূবনের দ্বৈরথকে একীভূত করে পাঠকদের নিজস্ব একটি ভূবনে নিয়ে যান।

অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন জানান, রকিবুল ইসলাম মুকুল গত কয়েক বছর ধরে নিয়মিত লিখছেন। মানুষের জীবনের চলমান ঘটনাগুলি খুঁঁটিনাটি ব্যবচ্ছেদ করে তিনি সাবলীল গল্পবলার ধরণে উপন্যাসের পটভূমিতে পাঠককে টেনে নিয়ে যান। আশা করি এবারের বইগুলো ও পাঠকপ্রিয় হবে। আমরা এটাও আশা করি যে পাঠকরা বই কিনবেন এবং এবারের অমর একুশে বইমেলা হবে পাঠক-লেখক ও প্রকাশকদের মিলনমেলা।

বাবুই প্রকাশনীর প্রকাশক কাদের বাবু জানান, বাবুই মূলত শিশু-কিশোরদের উপযোগী বই প্রকাশ করে থাকে। এবারই প্রথম রকিবুল ইসলাম মুকুলের একটি বই আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে প্রকাশ করছি। আশা করি কিশোররা মৃত্যুপুরী টাইটান বইটি পড়ে পাঠের আনন্দ যেমন পাবে, সেই সঙ্গে তাদের কল্পনাশক্তি আরও বিকশিত হবে। কারন লেখক বইটির পাতায় পাতায় কল্প বিজ্ঞানের সঙ্গে রহস্য ও অ্যাডভেঞ্চার খুব মুন্সিয়ানার সঙ্গে জুড়ে দিয়েছেন।