অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লিকেজ নয়, বিস্ফোরণ ঘটেছিল আনোয়ারা সেই গ্যাস কারখানায়

1
14095981_10210494295019663_4237235411536978811_n
গতরাত থেকে বিভিন্ন মিডিয়ায় গ্যাস লিকেজের কথা বলা হলেও মূলত আনোয়ারা সে কারখানায় বিস্ফোরণ ঘটেলিল।

লিকেজ নয়, মূলত বিস্ফোরণ ঘটেছিল চট্টগ্রামর আনোয়ারা ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) প্ল্যান্টের রিজার্ভ ট্যাংক। বিস্ফোরণের ফলে কারখানার ভীতরেই এটি ৩০ ফুট দুরে ছিটকে পড়ে। এতে ট্যাংকটিত থাকা ৩০০ টনের অ্যামোনিয়া গ্যাস নিগৃত। যা বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের বিশাল এলাকায়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কারখানার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জেলা প্রশাসক বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ ঘটনার কারণ অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। এসময় বিসিআইসি চেয়ারম্যান ও ডিএপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল রাতে বিস্ফোরণের পরে আনোয়ারা এবং নগরীর পতেঙ্গা, বন্দর, হালিশহর এলাকায় অসংখ্য নারী পুরুষ গ্যাসে আক্রান্ত হয়। রাতভর চমেক হাসপাতালে ভর্তি করা হয় ৬৫ জনকে। তাদের অনেকে সুস্থ্য হয়ে উঠেছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। অন্যান্যদের অবস্থাও উন্নতির দিকে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে অ্যামোনিয়াম ফসফেটের বার্নাল (আধার) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। অ্যামোনিয়া গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে অন্তত শতাধিক মানুষ।

13612206_10210494296059689_6738256573722405260_n
বিস্ফোরণে বিশাল গ্যাসের ট্যাঙ্কটি ৩০ থেকে ৫৩ ফুট দূরে গিয়ে পড়ে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কমিটি গ্যাস লিকেজের কারণ অনুসন্ধানের পাশাপাশি কমিটি ডিএপি প্ল্যান্টের কর্মকর্তাদের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখবে।

এদিকে গ্যাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দেখতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী’র নেতৃত্বে মহানগর বিএনপির নেতারা।

তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আক্রান্ত ব্যাক্তিদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় আমীর খসরু আক্রান্ত ব্যাক্তিদের তালিকা করে তাদের ক্ষতিপূণ প্রদান এবং গ্যাস বিস্ফোরণে দায়ী ব্যাক্তিদের তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সরকারে প্রতি দাবী জানান।

14047180_1744018755866180_8582975156988430549_o
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থদের দেখতে যান বিএনপি নেতারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, কেন্দ্রিয় বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, নগর বিএনপি নেতা এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

১ টি মন্তব্য
  1. Hossain Maruf বলেছেন

    আচ্ছা আপনি আমার দেয়া পোস্টটা শেয়ার করলেন না কেন?