অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২১ বাংলাদেশি

0
ছবি-ইউএনবি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত সরকার।

শনিবার বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদেরকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর এলাকার নোম্যান্স ল্যান্ডে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফ ও আসাম পুলিশ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সরাসরি তাদেরকে ভারতের সুতারকান্দি স্থলবন্দরে নিয়ে আসেন। এরপর বিজিবি’র সাথে যোগাযোগ করে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের শেওলা স্থলবন্দর এর নোম্যান্স ল্যান্ডে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরত আসা বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এদের বেশির ভাগই কাজের তাগিদে ও বেড়াতে গিয়ে ফেরার পথে পুলিশ ও বিএসএফ’র হাতে আটক হন।

ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার সুতারগ্রাম এলাকার মৃত আনফর আলীর পুত্র মোঃ আব্দুল ওয়ালিদ, জকিগজ উপজেলার হাঙ্গালীপাড়া এলাকার আব্দুল লতিফের পুত্র নাজিম উদ্দিন আজিম, কানাইঘাট উপজেলার ডোনা এলাকার রাফু মিয়ার পুত্র মোঃ খায়রুল, কানাইঘাট উপজেলার চান্দুরা গেলাকার হারাই মিয়ার পুত্র মামুন আহমদ, সিলেট নগরীর শাহপরান মীর মহল্লা এলাকার মীর আক্কাস আলীর পুত্র মীর পাবেল আহমদ, জকিগঞ্জ উপজেলার তালখারশাল এলাকার আব্দুল নুরের পুত্র মোঃ সাবেল আহমদ, কানাইঘাট উপজেলার বালামপুর এলাকার নুরুল আলমের পুত্র আশরাফুল আলম, দক্ষিন সুরমা থানার মশারগাও এলাকার আছবর আলীর পুত্র তৌফিক আলি, জকিগঞ্জ উপজেলার মাসকন্নি এলাকার ফজলু মিয়ার পুত্র রাজু আহমদ, জকিগঞ্জ উপজেলার পুবেরবাক ওয়াতির আলীর পুত্র দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ এলাকার আব্দুস সাত্তারের পুত্র শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলার নয়াগ্রাম এলাকার তইমুজ আলীর পুত্র রুবেল আহমদ এবং জকিগঞ্জ উপজেলার কাশিরচক এলাকার আব্দুল শুকুরের পুত্র বাবুল আহমদ। এছাড়াও সিলেট জেলার বাইরে থেকে- টাঙ্গাইল জেলার মির্জাপুর গড়াই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কানিহার এলাকার ক্ষিরদ কান্দি দাসের পুত্র লিটন কুমার দাস, টাঙ্গাইল জেলার নিতাইপাড়া এলাকার নয়ন মিয়ার স্ত্রী মোছাঃ সাফিয়া বেগম, ময়মনসিংহ জেলার কলমাকান্দা এলাকার মামুন মিয়ার কন্যা জাহিদা বেগম, গোপালগঞ্জ জেলার ননিকহার এলাকার আলী হোসাইনের পুত্র সফিক ইসলাম ও কাল্গাহুর এলাকার আছদ ফকিরের পুত্র সুমন ফকির, রংপুর জেলার বইদাখালী এলাকার মৃত খলিল বেপারির পুত্র মোঃ নাসির হোসাইন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর জানান, ভারত থেকে ফেরত পাঠানো ২১ বাংলাদেশির ১৫ জনকে ইতিমধ্যে সুতারকান্দি সীমান্ত থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৬ জন বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের স্বজনদেরকেও খবর পাঠানো হয়েছে। তারা আসার পর স্বজনদের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, সাজাভোগের পর বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বিএসএফ ও পুলিশের দায়িত্বশীলদের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশিদের বুঝে নেয়া হয়েছে বলেও জানান তিনি। -ইউএনবি