অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উপকূলীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোষ্টগার্ড পূর্ব জোনের শিক্ষা-সামগ্রী বিতরণ

0
IMG_2389
শিক্ষা সামগ্রী বিতরণ করছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

চট্টগ্রামে উপকূলীয় অঞ্চলের বিদ্যালয় সমূহের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন কোষ্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

মঙ্গলবার সকালে কোষ্টগার্ড বেইস চট্টগ্রাম মৎস্য বন্দর ইছানগর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যেমে তা বিতরণ করা হয়।

কোষ্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপকূলীয় ৫টি স্কুলের শিক্ষার জন্য বেঞ্চ,টেবিল ও ব্লাকবোর্ডসহ শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করেন।

পাঁচ উপকূলীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- টেকনাফ থানাধীন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী থানাধীন হাজী বশির আহম্মেদ উচ্চ বিদ্যালয়, সন্দীপ থানাধীন দক্ষিণ পশ্চিম চোকাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী থানাধীন মৎস বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার(গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএস ওমর ফারুক এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, কোস্টগার্ড পূর্ব জোনের নির্বাহী পরিচালক শহীদুল হক। এছাড়াও সামরিক ও বেসামরিক প্রসাশনের উষ্ফেখযোগ্য সংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের উন্নয়ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।