অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে প্রবাসী ইউনুস হত্যায় দুই ভাইয়ের ফাঁসির আদেশ

0
ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক দুই ভাই।
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসী ইউনুস হত্যা মামলায় দুই সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল জজ আদালত
 
আজ বুধবার (৩০ জানুয়ারী) দুপুরে বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
 
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-জাহেদুল আলম প্রকাশ লোহা জাহেদ ও খোরশেদুল আলম প্রকাশ জংগী কালাম। তারা ফাটিকছড়ি উপজেলার পূর্ব নানুপুর ঢালকাটা এলাকার মৃত সিরাজুল হকের পুত্র।
 
বাদী পক্ষের আইনজীবি তরুণ কিশোর দেব পাঠক ডট নিউজকে মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আদালত সুত্রে জানাগেছে, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ১১ এপ্রিল আসামীরা প্রবাস ফেরত মো. ইউনুসকে বিরোধ মিমাংসার কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।
 
আইনজীবি তরুণ কিশোর দেব জানান, নিহত ইউনুসের সাথে আসামীদের বিরোধ ছিল না। তিনি একটি জায়গার সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের বিরোধের সালিশকারক ছিলেন।
 
ঘটনার দিন ইউনুস ও তার চাচাতো ভাই মো. হাসান সালিশ থেকে ফেরার পথে ফটিকছড়ি উপজেলার নানুপুর ঢালকাটা এলাকার আসামীরা তাদের বাড়ীতে নিয়ে গেইট বন্ধ করে দিয়ে ইউনুস ও তার মো. হাসানকে কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে গ্রামবাসী বাড়ীর গেইট ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইউনুস মারা যান এবং আহত হাসানের শরীরে ডাক্তাররা ৫৩টি সেলাই করে। 
 
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী দুইভাইকে গ্রেফতার করে।
 
এ ঘটনায় পরদিন নিহত ইউনুছ এর স্ত্রী খতিজা আক্তার বাদী হয়ে জাহেদুল আলম ও তার ভাই খোরশেদুল আলমের বিরুদ্ধে মামলা করে।
 
পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক রয়েছে।