অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বোর্ডের ৮ কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবদের শো-কজ

0
নগরীর খাস্তগীর স্কুল কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১টায় তোলা ছবি।

এসএসসি পরীক্ষার প্রথম দিন চট্টগ্রামের ৮টি কেন্দ্রে ১ম পত্রের পরীক্ষায় প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এসব কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিবদের শোকজ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের অধীনে ৮টি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ পেয়েছেন তারা।

এসব কেন্দ্র হলো: নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী উপজেলার সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় এবং উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

এর মধ্যে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ভুল প্রশ্নে পরীক্ষা দেন বলে জানিয়েছে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, ৮টি কেন্দ্রে ২০১৯ সালের সিলেবাসে যাদের পরীক্ষা দেওয়ার কথা, তাদের মধ্যে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণিত প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। ট্রেজারি শাখা থেকে প্রশ্ন নেওয়ার সময় কেন্দ্র সচিবদের ভুলে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এ ঘটনায় ওই ৮টি কেন্দ্রের কেন্দ্র সচিবদের শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।