অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্বাধীন দেশে রিকশা চালিয়ে জীবিকা ধারণ করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা শাহ আলম

0
.

মুক্তিযুদ্ধে অংশ নিয়ে করেন দেশ স্বাধীন। এনে দেন লাল সবুজের পতাকা। কিন্তু জীবনযুদ্ধে স্বাধীন দেশেই রিক্সা চালিয়ে কোন রকম বেঁচে আছেন চট্টগ্রামের আকবরশাহ এলাকার মুক্তিযোদ্ধা শাহ আলম। বয়সের ভারে দুচোখেও পড়েছে ছানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে করা একটি ভিডিও দেখে পাশে দাড়িয়েছেন একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক।

৭৬ বছরের বৃদ্ধ শাহ আলম। রিকশার প্যাডেলের মতোই যার জীবনের চাকা ঘোরে বড় কষ্টে।

যৌবনে জীবন বাজি রেখে অংশ নেন মুক্তিযুদ্ধে। ভারতে ট্রেনিং নিয়ে লড়েছেন দিনাজপুরে। এনেছেন স্বাধীনতা। দেশ মুক্ত হলে পেটের দায়ে চলে আসেন চট্টগ্রামে। সেই থেকে রিকশাই তার জীবিকার অবলম্বন।

.

নগরীর আকবারশাহ এলাকায় একটি খুপড়ি ঘরই তার মাথা গোজার ঠাঁই। পাননা কোন ভাতা। মুক্তিযুদ্ধের সব সনদ হারিয়ে ফেলেন ৯১ এর ঘূর্ণিঝড়ে। পরে মন্ত্রণালয়ে বহুবার ধর্ণা দিয়েও মিলেনি সেই সনদ।

এই মুক্তিযোদ্ধার মানবেতর জীবন চোখে পড়ে কিছু তরুণের। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন তার জীবনগাথা। সেটা দেখে সহযোগিতায় এগিয়ে আসেন একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। নেন মুক্তিযোদ্ধা শাহ আলমের চিকিৎসা ও ভরণ পোষনের পুরো ভার।

শাহ আলমের মতো অসহায় মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিক বিত্তবানরা-এমন আবেদনও ছিল মানবিক এসব মানুষের কন্ঠে।  সুত্র- চ্যানেল২৪