অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হুমকি দিয়ে কেউ পার পাবে না : ভূমিমন্ত্রী

0
.

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে হুমকি দিয়ে কেউ পার পাবে না । কেউ হুমকি দিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের গতি দ্বিগুণ করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি)  কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর দখলমুক্ত জায়গা ১ম ধাপে উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। আমরা যেভাবে টার্গেট নিয়েছিলাম সেভাবে কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে ২য় ও ৩য় ধাপে উচ্ছেদ অভিযানও শুরু হবে। ১ম ধাপে আমরা ১০ একর জমি দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়া ৫টি খালও উদ্ধার করা সম্ভব হয়েছে। দখলমুক্ত জায়গা নিয়ে আমাদের পরিকল্পনা আছে বন্দর জেটি করার

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,জাবেদ বলেন, অনেকে মনে করছেন, শুরুটা করলাম- তারপর মনে হয় উচ্ছেদ কাজ বন্ধ হয়ে যাবে। নো, এটা হবে না। আমি থাকতে কাজ বন্ধ করতে দেবো না। কাজ শুরু হয়েছে। কাজ শেষ হবে। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা আমরা নিয়েছি, সেটা বাস্তবায়ন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, অবৈধ কোনো স্থাপনা আমরা রাখবো না। তবে এখানে কিছু বিষয় আছে। অবৈধ স্থাপনার মধ্যে একটা কোল্ড স্টোরেজ আছে। এতে ব্যবসায়ীরা কয়েক হাজার টন মাছ স্টকে রাখেন। ব্যবসায়ীদের ক্ষতি করে কোনো কাজ করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।