অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে ফার্মেসি থেকে বিপুল পরিমান সরকারী ঔষধ জব্দ

0
.

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

গত বুধবার রাতে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন মেখল রোডে ‘নিউ মেডিসিন হাউস’ নামের ফার্মেসিতে অভিযান চালিয়ে ঔষধগুলো জব্দ করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, সন্ধ্যায় এক ব্যক্তি সরকারি বিনামূল্যে বিতরণের ঔষধ হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে বলে ফেসবুকের মাধ্যমে আমাকে জানান। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে ওই ফার্মেসিতে গিয়ে সরকারি ঔষধ বিক্রির বিষয়টি হাতেনাতে প্রমাণ পাই।

দোকানটিতে অভিযান চালিয়ে সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ১১ ধরনের ঔষধ, চার ধরনের জন্মবিরতিকরণ পিল ও সরঞ্জামের পাশাপাশি বেশকিছু নিষিদ্ধ যৌন উত্তেজক ও বিদেশি ঔষধ জব্দ করা হয় বলেও জানান ইউএনও রুহুল আমিন।

জব্দ করা ঔষধের পরিমাণ ১১ হাজারের বেশি জানিয়ে তিনি বলেন, দোকানে অভিযানের সময় দুই কর্মচারীই শুধু ছিল। আমরা মালিককে না পেয়ে দোকানটি সিলগালা করে দিয়েছি।