অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেনার মৃতদেহের সঙ্গে মন্ত্রীর সেলফি, সমালোচনার ঝড়

0
.

কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। এমন ঘটনায় পুরো ভারত ক্ষোভে উত্তাল। এরই মধ্যে তোপের মুখে পড়েছেন ভারতীয় সংস্কৃতি ও পর্যটন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী আলফোন কানন্থনম।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নিহত এক জওয়ানের মৃতদেহের পাশে সেলফি তুলেন ওই মন্ত্রী। এরপর সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ওই মন্ত্রীর পোস্টকৃত ছবি।

সবাই এর তীব্র সমালোচনা করেন। কেউ লিখেছেন একজন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী হয়ে এমন কাণ্ডহীন কাজ কিভাবে করতে পারেন। অনেকে মন্ত্রীর এমন ঘটনাকে ‘লজ্জাকর’ বলে আখ্যায়িত করেছেন।

গত শনিবার নিহত সেনা ভি.ভি. ভাসানাথ কুমারের অন্ত্যেষ্টিক্রিয়া কেরালার থ্রিকেইপেতা গ্রামে অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এমন ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন হামলার কড়া জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে ভারত।

ইতিমধ্যে ভারত পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্কারোপ করেছে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, দি উইক।