অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাক্তাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডা. শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আর্তমানবতার সেবায় সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।  বিএনপি গণমানুষের দল হিসাবে সব সময় জনগণের পাশে থাকে।  বিএনপি নেতাকর্মীরা অতীতেও এভাবে জনগণের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তাই আর্তমানবতার সেবায় সকলে এগিয়ে আসুন।

তিনি আজ (১৭ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে চাক্তাই খাতুনগঞ্জে ভোড়া মার্কেট সংলগ্ন বস্তীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

গতকাল দিবাগত রাতে এ অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় ৯ জন লোকা মারা যাওয়ার ঘটনা ঘটে। পুড়ে গেছে অনন্ত ২০০ বস্তি ঘর। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে আরো কয়েক জন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক হাজী নুরুল আকতার, এডভোকেট তারিক আহমদ, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বাকলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, বকসীর হাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, বিএনপি নেতা মো. সেলিম, মো. ইউসুফ, মো. নাসির, নগর ছাত্রদল নেতা এন মো. রিমন, মো. জনি, নাবিল প্রমুখ।