অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধনসহ ২দিনের কর্মসূচি ঘোষণা

0
.

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের চেষ্টা এবং কালি দিয়ে সাইনবোর্ড মুছে ফেলা এবং জাদুঘরের সামনে অবস্থিত শহীদ জিয়ার ম্যুরালে কাপড় দিয়ে ঢেকে দেয়ার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারী জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান ও ২৬ ফেব্রুয়ারী মহানগর বিএনপির মানববন্ধন পালন।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে জিয়া স্মৃতি যাদুঘরের নামফলকে শহীদ জিয়ার নাম পুনরায় স্থাপন করার জন্য চট্টগ্রামের প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় ২৫ ফেব্রুয়ারী জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান এবং ২৬ ফেব্রুয়ারী জিয়া স্মৃতি যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন. চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, সাবেক কমিশনার মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহশ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান গণি সিকদার, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, সদস্য আলী ইউসুফ প্রমুখ।