অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩দিন পর নগরীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক, জনজীবনে স্বস্তি

0
.

চট্টগ্রামে ৩ দিন পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। আজ মঙ্গলবার সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্থ্যি ফিরেছে নগরবাসীর মাঝে।

নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে মাইট্ট্যাখাল থেকে মাটি তুলতে গিয়ে গত শনিবার বিকালে (১৬ ফেব্রুয়ারি) বিকালে গ্যাসের একটি হাইপ্রেশার লাইন কেটে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। এর পর থেকে চট্টগ্রাম মহানগরীর অথিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

টানা ৩ দিনের মতো বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় গ্যাস না থাকায় বন্দর পতেঙ্গা, হালিশহর থেকে শুরু করে মহানগরীর বেশিরভাগ এলাকায় কয়েক লাখ মানুষকে ভয়াবহ দুর্ভোগে পড়তে হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খায়ের আহমদ মজুমদার বলেন,তিনদিন ধরে চেষ্টার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত সম্পন্ন হওয়ার পর সোমবার মধ্যরাত থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে সব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।’