অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের দুইশত কেজি রং মিশ্রিত চেঁউয়া মাছ জব্দ

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় দুইশত কেজি রং মিশ্রিত চেঁউয়া মাছ জব্দ করেছে মোবাইল কোর্ট। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার সময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী মৎস্য অফিসার অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম রেজার নেতৃত্বে উক্ত রং মিশ্রিত চেউয়া মাছগুলো জব্দ করা হয়। পরে মাছগুলোতে ডিজেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে অন্যান্যদের উপস্থিত ছিলেন পুলিশ সীতাকুণ্ড থানার এস আই প্রদ্যুৎ রায়।

জানাগেছে, কিছু অসাধু ব্যবসায়ীরা অল্পদামে মাছগুলো ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরন করে। সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারি বাজার, মাদামবিবিরহাট বাজার, জলিল বাজার ,ফৌজদারহাট বাজার,কুমিরা বাজার, সীতাকুণ্ড বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ।

এ ব্যাপারে সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তর অফিসার সেলিম রেজা বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানো বিষয়ে সবসময় তৎপর। কারন মাছ মানুষের দেহে নানা রোগ দেখা দেয়। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে সোজা জেল হাজতে প্রেরন করি। তবে আমাদের কেউ সঠিক তথ্য দেয়না বলে তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তবুও আমাদের টিম রেডি থাকে যেকোন সময়ে আমরা সকল বাজারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।