অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সারাদেশে ৬৩টি পাটকল বন্ধ রয়েছে: মন্ত্রী

0
.

দেশে বর্তমানে ৬৩টি পাটকল বন্ধ রয়েছে বলে মঙ্গলবার জাতীয় সংসদকে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি জানান, এর মধ্যে সাতটি রাষ্ট্র মালিকানাধীন এবং ৫৬টি ব্যক্তি মালিকানাধীন পাটকল রয়েছে। বর্তমানে দেশে ২৮১টি ব্যক্তি মালিকানা এবং ৩৩টি রাষ্ট্র মালিকানাধীন পাটকল রয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য তানভির ইমামের (সিরাজগঞ্জ-৪) এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এসব তথ্য তুলে ধরেন।

গাজী বলেন, ২০১৮ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীন ২৭টি পাটকল ছিল। সরকার ছয়টি কলের মালিকানা নেয়ার পর এ সংখ্যা বেড়ে ৩৩ এ দাঁড়িয়েছে।

এই ছয়টি এবং আরও একটি পাটকলসহ মোট সাতটি পাটকল আইনী জটিলতার কারণে বন্ধ রয়েছে, যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের (সিরাজগঞ্জ-৩) করা আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে ৬ লাখ ১৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে পাট চাষ হয়।

গাজী বলেন, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, আইভোরি কোস্ট, জিবুতি, ভিয়েতনাম, ব্রাজিল, এল সালভেদর, রাশিয়া, যুক্তরাজ্য, তিউনেশিয়া এবং জার্মানিতে পাট রপ্তানি করা হয়েছে।

এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জাতীয় সংসদকে জানিয়েছেন, গত অর্থবছরে বাংলাদেশ রেলওয়ে ৯ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারীর (ফেনী-২) করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে ২০১৬-১৭ অর্থবছরে ৭ কোটি ৭৮ লাখ এবং ২০১৭-১৮ অর্থবছরে ৯ কোটি ৫৭ হাজার যাত্রী পরিবহন করেছে।’