অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুন্ডে বসত বাড়ীতে আগুন, নিহত ১ আহত ১

0

সীতাকুন্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামে একটি বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল (০৮.১০.১৬) তারিখে রাত আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে আবুল ফজল আল মাহমুদের বসত ভিটেতে এই অগ্নিকান্ড ঘটেছে। তবে কি কারনে এই অগ্নিকান্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছে। এই অগ্নিকান্ডের ঘটনায় আবুল ফজল আল মাহমুদের কনিষ্ঠ মেয়ে তাছনোভা ফারজানা (১৮) সম্পুর্ণ পুড়ে গিয়ে মৃত্যু বরণ করে। মেয়েকে বাচাঁতে গিয়ে তিনিও গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে ভর্তি করানো হয়। আবুল ফজল আল মাহমুদের একমাত্র ছেলে মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ ও গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে তার জেঠা ও জেঠাতো ভাইয়ের সাথে জমি-জমা ও বসত ভিটা সংক্রান্ত সমস্যা চলছিল। এই শত্রুতার জের ধরে পেট্রোল দিয়ে এই অগ্নিকান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। সীতাকুন্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তিন ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানান, সড়ক উন্নয়নের কাজ চলায় ঘটনাস্থলে পৌছাঁতে সমস্যা হয়েছে যার ফলে বেশি ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডটি পেট্রোল দিয়ে করানো হয়েছে এতে করে ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ অবস্থায় পরিবারটি বসতভিটাহারা হয়ে শংকায় মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় ফোন করা হলে ওসি সাংবাদিকদের জানান, ওনি এ বিষয়ে অবগত নন। তবে এ বিষয়ে কেউ অবহিত করলে তিনি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। ঘটনা পরিদর্শনে এসে চেয়ারম্যান রেহান উদ্দীন বলেন, ঘটনাটি অতি দুঃখজনক যে বা যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।