অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫

0
.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের করা বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতিসহ পাঁচ জন।

হামলার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ছাত্র সংগঠনগুলো কোনও কর্মসূচি পালনের আগে প্রক্টর অফিসকে অবহিত করলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে পারি। তাদের কর্মসূচির ব্যাপারে প্রক্টর অফিস অবগত ছিল না। তারপরও ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এ সময় তিনি চাকসু নির্বাচনের ব্যাপারে বলেন, ‘ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা হোক সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও চায়। তবে তার আগে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান থাকা দরকার। পুলিশ দিয়ে জোর করে তো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ছাত্রসংগঠনগুলোর মধ্যে আন্তরিকতা না থাকাটা জরুরি।’

এই হামলায় কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও অপরাধ প্রশ্রয় দেয় না। এক্ষেত্রেও তাই হবে। অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্রলীগের হামলায় আতহরা হলেন- আবিদ খন্দকার, ওয়াসি, জান্নাত মুমু, সায়মা আক্তার, রাজেশ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর বলেন, ‘ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে চাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ দেবো।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, ‘ছাত্রলীগ এবং নেত্রীকে নিয়ে উসকানিমূলক স্লোগান দেয় তারা। ছাত্রলীগের জুনিয়র কর্মীরা এ সময় বাধা দেয়। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা প্রতিহত করবে।’