অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহিউদ্দিন সেলিমকে প্রত্যাহার, ডবলমুরিং এর ওসি সদীপ

0
.

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সিএমপির ডবলমুরিং থানা ও পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন একেএম মহিউদ্দিন সেলিমকে প্রত্যাহার করে লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তারস্থলে যোগদান করেছেন পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ।

এছাড়া পাহাড়তলী থানার ওসি পদে বদলী করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাইনুর রহমানকে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক অফিস আদেশে তাদের বদলীর এ আদেশ দেওয়া হয়।

এর আগে ১০ মার্চ সিএমপি কমিশনারের এক আদেশে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে তাৎক্ষনিক ভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

অভিযোগ রয়েছে হেল্প লাইন ৯৯৯ নাম্বারের ফোন করা নিয়ে এক অভিযোগকারীর সাথে বিরোধের জের ধরে মহিউদ্দিন সেলিমকে ডবলমুরিং থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘ডবলমুরিং থানার ওসি পদে সদীপ কুমার দাশকে এবং পাহাড়তলী থানার ওসি পদে মো. মাইনুর রহমানকে বদলী করা হয়েছে।’