অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

0
.

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার (১৩ মার্চ) এ প্রতিবেদন জমা দেয়া হয়।

আগামী সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। চট্টগ্রাম হয়ে দুবাইগামী উড়োজাহাজটিকে যাত্রী বেশে ওঠা পলাশ আহমেদ নামের এক ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলে সরকারিভাবে জানানো হয়। চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের আট মিনিটের অভিযানে তিনি নিহত হন।