অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে নানা আয়োজনে চলছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎসব

0
.

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।  এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সামাজিক রাজনৈতি ও সরকারী সংস্থার উদ্যোগে শোভাযাত্রা, কেককাটা, সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় নগরের সার্কিট হাউজ মিলনায়তন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

.

জেলা প্রশাসনের পক্ষ থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুলের শিশুরা। এসময় শিশুরা মুজিব কোর্ট পরে বঙ্গবন্ধু সেজে অংশ নেয়।

এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন অংশ নেন।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, সিএমপিসহ সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

.

এদিকে সকালে নগর ভবনের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ, আঞ্জুমান আরা বেগমসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।