অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চসিক পাচ্ছে ২০.১৪ একর জায়গা

0
????????????????????????????????????
ভূমি বরাদ্দ সংক্রান্ত সভা শনিবার নগরীর সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত 

আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ল্যান্ডফিল্ড নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া এলাকায় খাসভূমিতে ২০.১৪ একর জায়গা বরাদ্দ পাচ্ছে। জমি বরাদ্দ সংক্রান্ত জেলা প্রশাসনের সভায় এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে চসিক।

শনিবার, সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ভূমি বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রমাসক (ভূমি) সহ বঙ্গবন্ধু নোভো থিয়েটার, টুরিষ্ট পুলিশ, কালেকটরেট, আইএমটি, সৎসঙ্গ সহ ভূমির আবেদনকারী সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুকুলে বরাদ্দপ্রাপ্ত জায়গা হস্তগত হলে সেখানে ল্যান্ডফিল্ড সহ বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।