অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেনাপোল সীমান্তে ১০ হাজার মার্কিন ডলার সহ আটক-১

0
.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোর বেনাপোল চেকপোষ্ট আন্তজার্তিক প্যাসেন্জার টার্মিলান এলাকা থেকে ১০ হাজার তিন মার্কিন ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ই মার্চ) সকালে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

আটক কবির মাতব্বর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মুদ্রা পাচারকারী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।এধরনের সংবাদ পেয়ে বেনাপোল বিজিবি’র আইসিপি ক্যাম্পের সদস্যরা চেকপোষ্টের আন্তজার্তিক প্যাসেন্জার টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। এসময় কবির মাতব্বর নামে এক ব্যাক্তির গতিবিধি সন্ধেহজনক মনে হলে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তার দেহ তল্লাশী করে দশ হাজার তিন মার্কিন ডলার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ১০ হাজার তিন মার্কিন ডলার সহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।