অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগ্রাবাদ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

0
.

চট্টগ্রামের আগ্রবাদ এলাকা থেকে জাল টাকা মামলার এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

আজ বুধবার বেলা ২টার দিকে দণ্ডিত পলাতক আসামী মোহাম্মদ কামরুল পিতা আবুল কাসেম, পূর্ব মাদারবাড়ি, সদরঘাটকে গ্রেফতার করা হয়েছে বলে পাঠক ডট নিউজকে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি জানান, কামরুল জাল টাকা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।  আজ গোপন সংবাদে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ জানান, হালিশহর থানা জাল টাকা উদ্ধারের একটি মামলায় (০২ (১০)২০১৫ ইং, ‍জিআর-১৯৭/১৫) জননরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ জেলা ও দায়রা জজ গত বছরের ১০ জুলাই কামরুলকে দোষী সাব্যস্থ করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭দিন বিনাশ্রমে কারাদণ্ডের রায় দেন। এর পর থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপন করে।

ধৃত কামরুল পুলিশের কাছে স্বীকার করেছে সে জাল টাকার ব্যবসার সিন্ডিকেট থেকে জাল টাকা সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

সে জানায় জাল টাকার মামলার খরচ চালানোর জন্য জেল থেকে বেরিয়ে আবারও জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়ে।