
সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে আগামীকাল শুক্রবার (২১ মার্চ)।
বিকাল ৪টায় রাজধানীর পল্টনে জামান টাওয়ারে ঐক্যফন্ট কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়াট নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্ব করবেন।
এর আগে গত ১১ মার্চ বিকালে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠক করেন।
You must log in to post a comment.