অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ

0
.

দেশবরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর দাফন রবিবার বনানী সামরিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। দাফনের আগে জোহর নামাজ শেষ বারিধারার ‘পার্ক মসজিদে’ তারা জানাজা অনুষ্ঠিত হয়।

আধুনিক বাংলা গানের রাণী শাহনাজ রহমতউল্লাহ শনিবার দিবাগত রাতে তার বারিধারার বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

গীতিকার শফিক তুহিন জানান, রাত দেড়টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান শাহনাজ।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাহনাজ রহমতউল্লাহ ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘সাগরের তীর থেকে’, ‘খোলা জানালা’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ সহ অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন।

তার ভাই জাফর ইকবাল ছিলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক। আরেক ভাই আনোয়ার পারভেজ ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক।

শাহনাজ রহমতউল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।