অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এইচএসসি’র প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৮৩

0
.

আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৯৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরিক্ষা চলাকালিন নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন-চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান,রাঙামাটি এবং খাগড়াছড়িতে ১০৩টি পরীক্ষা কেন্দ্রে ৯৮৩ জন শিক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত ছিলেন।

আজ সোমবার (১এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান,রাঙামাটি এবং খাগড়াছড়ি ১০৩টি কেন্দ্রেতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা ১ম পত্র বিষয়ে ৮২ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮১ হাজার ৯০১ জন। অনুপস্থিত ৯৮৩ জন শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে ৭২২ জন, কক্সবাজারে ৮৭ জন, বান্দরবানে ২৫ জন, রাঙামাটিতে ৪৯ জন এবং খাগড়াছড়িতে ১০০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।